প্রকাশিত: Tue, Jun 4, 2024 11:45 AM
আপডেট: Fri, May 9, 2025 9:17 AM

[১]ভারতে লোকসভা নির্বাচনে ভোট পড়েছে ৬৪ কোটি ২০ লাখ: সিইসি

ইকবাল খান: [২] ভারতের প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) রাজীব কুমার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘৬৪ কোটি ২০ লাখ ভারতীয় নাগরিক ভোট দিয়েছেন, যা নতুন বিশ্বরেকর্ড সৃষ্টি করেছে। এটা আমাদের সবার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।’ সূত্র: নিউজ১৮, ইউএনআই 

[৩] উল্লেখ্য, ১৯ এপ্রিল প্রথম দফা ভোট গ্রহণ শুরু হয় আর ১ জুন ৭ম বা শেষ দফা ভোট হয়।

[৪] মঙ্গলবার ৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

[৫] তিনি আরও জানান, প্রায় অর্ধেক ভোটারই (৩১ কোটি ২০ লাখ) ছিলেন নারী।

[৬] নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতে নিবন্ধিত ভোটার সংখ্যা ৯৬ কোটি ৮০ লাখ, যার মধ্যে ৬৬ দশমিক তিন শতাংশ ভোটার এই নির্বাচনে ভোট দিয়েছেন।

[৭] রাজীব কুমার বলেন, '৬৪ কোটি ২০ লাখ ভোটার নিস্পৃহ না থেকে সক্রিয় হয়েছেন, দ্বিধাকে পাশে রেখে বিশ্বাস নিয়ে এগিয়ে গেছেন।